মা-বাবার খেদমতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব- পীর ফান্দাউক
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল- হোসাইনী বলেছেন, সন্তানের প্রতি  মা- বাবা রাজী খুশী থাকলে আল্লাহ পাক খুশী হন। আর সন্তান যদি মা-বাবার অবাধ্য হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। মা- বাবার সন্তুষ্টি অর্জন মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। মা-বাবার খেদমতের মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। তিনি বলেন, নারী-পুরুষ সকলেরই পর্দায় করা ফরজ। আল্লাহর বিধান ফরজ সকলকেই মানতে হবে। ইবাদত বন্দেগি কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ ও হালাল উপার্জন করায়। নবীজির মহব্বত হাছিল করতে হলে বেশী বেশী করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস হলো মিলাদে ক্বিয়াম করা মোস্তাহাব, মোছতে হাসান। মিলাদকে অস্বীকার করলে মুসলমানিত্ব থাকবেনা। নবীজিকে জানের চেয়েও বেশী মহব্বত করতে হবে। পীর ছাহেব আরো বলেন, জংগী ও সন্ত্রাসী সংগঠন ইসকন সনাতনী হিন্দুদের ধর্ম নয়। এই জংগী ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহবান জানান। তিনি গতকাল হবিগঞ্জ এর মাধবপুর উপজেলাধীন ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের আহবায়ক মোঃ ফয়জুল করিমের তত্বাবধানে ওয়াজ করেন, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ছিদ্দিকী, মাওলানা নাজিম উদ্দীন মাছুমী, মাওলানা কবির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব মাধবপুর উপজেলা সংবাদদাতা ও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কেএম শামছুল হক আল-মামুন প্রমুখ। পরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করেন পীর ছাহেব কিবলা।

প্রথম পাতা