সাবেক ফ্যাসিস্ট সরকার কর্র্তৃক দায়েরকৃত মিথ্যা সাইবার মামলায় মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, যুগ্ম-আহŸায়ক রুবেল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান, সাবেক সদস্য সচিব জহুরুল হক (৩য় পাতায় দেখুন) শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ হবিগঞ্জ জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের ৬৪ জন নেতা-কর্মী। গতকাল সোমবার সিলেট সাইবার ট্রাইবুনাল আদালত হাইকোর্টের নির্দেশে তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
উল্লেখ্য, মামলাটি দায়েরের পর থেকে আসামীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মোঃ জাকারিয়া রকি। গতকাল আসামীরা খালাস পাওয়ায় আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি।