শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মহিলাসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে। গত রবিবার গভীর রাতে ওসির নেতৃত্বে একদল পুলিশ কুতুবেরচক ও লেঞ্জাপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ওই গ্রামের মৃত কাওসার মিয়ার পুত্র আবিদুর রহমান (২৫) ও দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের সুমনের স্ত্রী লিজা বেগম (২৫)। গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।