আমরা যে নদীর কথা বলছি সেই নদীগুলো ভালো নেই। দখল, দূষণ, বালু, মাটি উত্তোলনসহ নানা অন্যায় অত্যাচারের কারণে চরম সংকটে পতিত হয়েছে নদীগুলো। নদীগুলোকে বাঁচাতে হবে, ভালো রাখতে হবে। নদী ভালো না রাখলে আমরা ভালো থাকবোনা। সভ্যতা টিকবে না। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসকে সামনে রেখে ‘আমাদের নদী, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে গতকাল সোমবার (১০ মার্চ) দুপুরে খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের আয়োজনে ‘নদীর কথা বলি’ শীর্ষক এক কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।
হবিগঞ্জ শহরে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর। প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়ক সজীব চন্দ্র গোপ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সাদিয়া আরফিন রিকি, কাউসার আহমেদ, তুলনা দেব, মাহমুদা আক্তার, শিক্ষার্থী জেরিন খানম স্বর্ণা, উম্মে সাদাফ সৌমি, ঐশী রায় বর্ষা, তাসিন মোহাম্মদ নাবিল, সাইমা আকতার শ্রাবন্তী প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা হবিগঞ্জের বিভিন্ন নদীর নাম ও চিত্র তুলে ধরেন ব্যানার ফেস্টুন এর মাধ্যমে।