বাহুবলে মোবাইল চুরির অপবাদে ভিক্ষুক নারীর বসতঘর ভাংচুর
তারিখ: ২২-এপ্রিল-২০২৫
রাজু সরকার, বাহুবল \

বাহুবল উপজেলার খোজারগাও গ্রামে মোবাইল চুরির অপবাদে ভিক্ষুক মহিলার বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে কাওছার মিয়া নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। কাওছার মিয়া ওই গ্রামের জহুর আলীর ছেলে। গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। 
জানা যায় যায়, খোজারগাঁও গ্রামের বৃদ্ধা আলেমা খাতুনের ছেলে তাজুল ইসলাম মিরপুর বাজারে ঝালমুড়ির দোকানে কাজ করে। আর মা আলেমা খাতুন মিরপুর এলাকার একটি ব্রিকফিল্ডে রান্নাবান্নার কাজ করে এবং কোন কোন সময় মিরপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য তুলে দিনাতিপাত করছেন। 
সম্প্রতি, তাজুল ইসলাম ৪ হাজার টাকা দিয়ে রাহুল নামে এক ছেলের কাছ থেকে একটি মোবাইল সেট কিনে। বিষয়টি জানতে পেরে মোবাইলের মালিক স্থানীয় মেম্বার ইদ্রিছ আলী ও সাংবাদিক এম সাজিদুর রহমানের যোগাযোগ করেন। এতে তাদের মধ্যস্থতায় আলেমা খাতুন মোবাইল সেটটি জিম্মায় দেন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন আমেনা খাাতুনের প্রতিবেশি জহুর আলী  ও তার ছেলে কাওছার মিয়া। ওই দুপুরে কাওছার তার বসতঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। আসবাবপত্র পাশের খালে ফেলে দেয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কাওছার তাদের সাথে অশোভ আচরণ করে। তাৎক্ষনিক স্থানীয় মুরুব্বীরা এগিলে আসলে সে ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থী হয়। 
এ ঘটনায় ইউপি মেম্বার ইদ্রিছ আলী জানান, কাওছার ও তার মাকে বলেছি আলেমার ঘরটি দ্রæত নির্মাণ করে দেয়ার জন্য। আগামী বুধবার সকাল ১০ টার মধ্যে আমরা এলাকাবাসী নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 
উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মোঃ গিয়াস উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি জেনে চেয়ারম্যান সাহেবকে বলেছি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য। তারা ঘর মেরামত করে দিতে দুদিনের সময় নিয়েছে’।

প্রথম পাতা