মাধবপুরে বিপুল পরিমান ফুচকা কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি
তারিখ: ২২-এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার \

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান আটক করেছে বিজিবি। গতকাল রোবার সকাল পৌনে ৯ টায় সীমান্তবর্তী এলাকা জগদিশপুর মোক্তাযোদ্ধা চত্ত¡র এলাকায় অভিযান চালিয়ে ফুচকা ও কাভার্ডভ্যানটি আটক করা হয়। 
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকা উপজেলার জগদিশপুর মুক্তিযোদ্ধা চত্ত¡রে অবৈধভাবে ভারতীয় ফুচকা কাভার্ডভ্যানে করে পাচারের চেষ্টা করে চোরাচালানন চক্র। বিষয়টি জানতে পেরে বিজিবির টহলরত দল কাভার্ডভ্যান থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন চোরাচালানকৃত ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানটি আটক করে। যার মূল্য প্রায় ৪৯ লাখ ৬৪ হাজার ৮শ টাকা। 
 

প্রথম পাতা