বাহুবল উপজেলার নন্দনপুর বাজারে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটির জের ধরে ইসলাম উদ্দিন (৬৫) নামে নিরীহ এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজিহাটা (কামারবাড়ি) গ্রামের এবাদ মিয়ার পুত্র আব্দুল আওয়ালের সাথে নন্দনপুর (কৈলাশ পাড়া) গ্রামের মৃত কমর উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়। এরই জের ধরে গত শনিবার বিকেলে নন্দনপুর বাজারের আছকির মিয়ার চা-স্টলে ইসলাম উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় আব্দুল আওয়াল ও তার ভাগিনা আল আমিন। এ সময় হামলাকারীরা ইসলাম উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ইসলাম উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইসলাম উদ্দিন একজন সহজ-সরল প্রকৃতি নিরীহ মানুষ। অপরদিকে, আব্দুল আওয়াল আওয়ামী লীগ সমর্থিত এলাকার প্রভাবশালী ব্যক্তি। তার ভাগিনা আল আমিনও উচ্ছৃঙ্খল প্রকৃতির যুবক। সে এলাকায় নানান অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।