আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যমান জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা ও বানিয়াচংয়ের কলেজ শিক্ষক জসিম উদ্দিনের (৩য় পাতায়) বাড়িতে চোরেরা হানা দেয় এবং মানুষ শূন্য ঘরে চিমনি চুলার প্লেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দুটি ফ্যান, একটি মটর, হাড়িপাতিল, সিরামিকের তৈজসপত্র এবং ওয়্যারড্রব ভেঙ্গে মূল্যবান কাপড় চোপড়সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।