হবিগঞ্জ শহরে চুরিসহ অপরাধ নির্মূলে সদর থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওসি শাহীনের নেতৃত্বে পাড়া মহল্লায় পুলিশ টহল দিচ্ছে। যাতে চুরি রোধ করা যায়। গত কয়েকদিন আগে তিনকোনা পুকুর পাড়, শায়েস্তানগরের বাংলা মটরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চুরি হয়। এরপর থেকে পুলিশ টহল জোরদার করে। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে রাত ১২টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থানার ওসির নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনগর থেকে শাহীনুর চৌধুরী নামে এক চোরকে আটক করে। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মতিবুর চৌধুরীর পুত্র। ওসি জানান, জিজ্ঞাসাবাদে শাহীন শহরের দোকানে চুরির কথা স্বীকার করেছে। সে তার সহযোগীদের নাম বলেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।