সিমেরগাঁও একতা যুব সংঘ ও সাদকপুর স্পোর্টিং ক্লাবকে গুলজার খানের জার্সি ও ফুটবল প্রদান
তারিখ: ১০-অগাস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার সিমেরগাঁও একতা যুব সংঘ ও বানিয়াচং উপজেলার সাদকপুর স্পোর্টিং ক্লাবকে দুই সেট জার্সি ও দুটি ফুটবল প্রদান করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট গুলজার খান।
তিনি গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছের পক্ষে এই জার্সি ও ফুটবল প্রদান করেন।