নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণা উপলক্ষে গতকাল বিকেলে নবীগঞ্জ শহরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হন। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের শিকাগোর সভাপতি ও হবিগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ মোজ্জামেল নান্টু। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়াত উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায় ও নুরুল আমিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা গোলাম নবী তালুকদার, শফিউল আলম বজলু, সাহেদুল ইসলাম সাহেদ, এডঃ জালাল আহমদ, মুর্শেদ চৌধুরী, এবাদুর রহমান দারা,মতিউর রহমান জামাল, আঃ বাছিত রাসেল, সাহাব উদ্দিন শান্তি, প্রফেসর মুস্থাহিদ উদ্দিন, সাদিক মিয়া, মতিউর রহমান, এডঃ কুতুব উদ্দিন, রিপন কান্তি দাশ, আঃ রব চৌধুরী, আঃ সবুর, নজরুল ইসলাম, সাইফুর রহমান রাজন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জোসেফ বখত চৌধুরী, সদস্যসচিব রোমান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন ও আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক সুহাগ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি বাতেন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জামিল আহমদ ও মজিদ মিয়া, পৌর বিএনপি নেতা সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, মহিবুর রহমান, আঃ হক, আছাব আলী, মতিন, ওয়াহিদ, সাইদুর রহমান, পৌর মহিলা দলের নেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মোজ্জামেল নান্টু বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তিনি আরো বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং সর্বোপরি আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হই, তাহলে নবীগঞ্জ বাহুবলের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়াসহ জনগণের সার্বিক কল্যানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব ইনশাল্লাহ।