শহরে বার বার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক
তারিখ: ২৯-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরে বার বার চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। সর্বশেষ শহরের সবুজবাগ এলাকায় কনক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর প্রায় পাঁচ লাখটাকার মালামাল নিয়ে যায়। বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে শহরের এই চুরির ঘটনা ঘটে। এর আগে শহরের তিনকোনা পুকুর পাড়, ঘাটিয়া বাজার (২য় পাতায় দেখুন) এলাকায় দোকান ও হাসপাতালে চুরির ঘটনা ঘটে। এতে শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী অতীন দত্ত চৌধুরী জানান, দুই দফায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি। এভাবে চুরি হতে থাকল ব্যবসায়ীদের পথে বসতে হবে। এ বিষয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি শামসুল হুদা জানান, আমরা বারবার বিষয়টি পুলিশকে অবগত করছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। এভাবে যদি একের পর চুরির ঘটনা ঘটে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের পুলিশের টহল জোরদার করা হবে।