মাধবপুরে আফরোজ হত্যা মামলার আসামীদের বাড়ি ঘর লুটপাট-ভাংচুর
তারিখ: ২৯-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে শিশু আফরোজ হোসেন হত্যা মামলার আসামী পক্ষের ৫টি পরিবারের বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বাদিপক্ষের লোকজন আসামীদের জনশূন্য বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার মালামাল লুটপাট হয়েছে বলে জানান আসামী পক্ষের লোকজন। লুটপাটের  ঘটনায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
স্থানীয় সূত্র জানায়, ২৭ নভেম্বর মাটি সরানোকে কেন্দ্র করে দু’ পক্ষের লোকজনের সংঘর্ষে ওই গ্রামের শিশু আফরোজ মিয়া আহত হন। (২য় পাতায় দেখুন) পরে চিকিৎসাধিন অবস্থায় ২৯ নভেম্বর ঢাকা পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশু আফরোজের মা আকলিমা আক্তার বাদি হয়ে পাশর্^বর্তী বাসিন্দা মাসুক মিয়া, শাহেদ মিয়া ও জহিরুল ইসলামসহ ১০ জনকে আসামী করে মাধবপুর থানায় মামলা করেন। এরপর থেকে মামলার ভয়ে আসামীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি এ সুযোগে বাদি পক্ষের দুলাল মিয়ার ছেলে মুক্তার মিয়া, মোশারফ মিয়া, ফজলুর রহমানের ছেলে উসমান গণি, আহমেদ আলীর ছেলে সায়েদ মিয়া, রমুজ মিয়ার ছেলে রমজান মিয়া ও দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে শাহ আলম মিয়াসহ ১৫/২০ জন লোক আসামীদের ৫টি বাড়ি-ঘর ও দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ভাংচুর করে। এ সময় বাড়িতে থাকা ৫টি পরিবারের মূূল্যবান আসবাব পত্র, ২৭ ভরি স্বর্র্ণালঙ্কার, নগদ প্রায় ৫০ লাখ টাকা, ৩টি দোকানের মালামাল, রাইছ মিল, কীটনাশকের দোকান ও চালের গুদামের মালামাল এবং নগদ টাকা লুট করে। এতে সর্বমোট প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে দাবী করেন আসামী পক্ষের লোকজন। বিষয়টি সুষ্টু তদন্ত করে বাদি পক্ষের উল্লেখিত লোকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।