স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর (৩য় পাতায় দেখুন) অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
মঙ্গলবার রাত ৮টায় কলিমনগর তেমুনিয়াতে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনি পারভেজ জনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামছুদ্দিন রানা, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলী হোসেন ফারুক, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবদাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের প্রশ্নবিদ্ধ করতে গত ৩ তারিখ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রহমান সোহাগ, তার বাবা আব্দুস সালাম ও সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন সোহাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্রমুলক স্ট্যাটাস দেয়। যা ১ও ২ নং ওয়ার্ড বিএনপি তথা পুরো বিএনপি পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ সময় তারা ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসলাম খান, ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক রিয়াদ মিয়া, আব্দাল মিয়া প্রমুখ।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন রানা বলেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রহমান সোহাগ, তার বাবা আব্দুস সালাম ও সৌদি প্রবাসী পল্লী চিকিৎসক সোহাগ উদ্দেশ্যেমুলক ভাবে অপপ্রচার করে যাচ্ছে। এমনকি তারা সহ চরহামুয়া এলাকার ইউনুস মিয়ার ছেলে জলফু ও আক্কাস মিয়া আগামী ৩১ জানুয়ারি আলহাজ্ব জিকে গউছের নির্বাচনী প্রচার অনুষ্ঠান আয়োজন না করতে হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।