বানিয়াচংয়ে সরকারি খাস খতিয়ানে অবৈধভাবে ঘর নির্মাণ
তারিখ: ২৯-জানুয়ারী-২০২৬
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচংয়ে মোহাম্মদপুর মৌজায় ১নং খাস খতিয়ানে অবৈধভাবে পাঁকা ঘর নির্মাণ ও কালভার্টের মুখ বাঁধ দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা (২য় পাতায় দেখুন) হয়েছে। গতকাল বুধবার দুপুরে ৪জনকে আসামী করে অভিযোগ করেছেন নন্দীপাড়া সাত মহল্লার ছান্দ সর্দার হাজী মোঃ মোতাব্বির হোসেন, ছান্দের সহ-সভাপতি শেখ আবুল বাশার সুয়েম, সহ-সভাপতি মোঃ মুছা মিয়া ও সাধারণ সম্পাদক মুছা মিয়া মাস্টারসহ ছান্দের সর্বস্তরের জনগণ। অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দরগাহ মহল্লার মৃত আঃ নূর মিয়ার ছেলে নেরজান উল্লাহ, নেরজান উল্লাহর ছেলে তাজ উদ্দিন, মনির উদ্দিন ও নাইম মিয়া ১নং খাস খতিয়ানের ভূমির উপর গোপনে ঘর নির্মাণ ও কালভার্টের মুখ বাঁধ দিয়ে বন্ধ করে মাছ চাষ করতে থাকে। এতে পানি চলাচল বন্ধ হয়ে শত শত কৃষকের জমি ক্ষতি গ্রস্থ হচ্ছে। পাশাপাশি এলাকাবাসীও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিশেষ করে বানিয়াচং-নবীগঞ্জ রোডের কালিদেশটেকা সংলগ্ন দুই পাশের হাজার হাজার একর জমি হুমকির মুখে পড়েছে। ১নং খতিয়ানে পাঁকা ঘর নির্মাণ বন্ধ ও কালভার্টের মুখের বাঁধ অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ দিয়ে কাজটি বন্ধ করেছি এবং যারা কাজটি করছেন তাদেরকে আমার অফিসে আজ বৃহস্পতিবার আসতে বলেছি।