বানিয়াচঙ্গে আলোচনা সভায় এমপি মজিদ খান ॥ সরকারের প্রচেষ্টার ফলে কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছেন
তারিখ: ৩০-অক্টোবর-২০১৪
জীবন আহমেদ লিটন, বানিয়াচঙ্গ ॥

বানিয়াচঙ্গ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে ও ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার (ডিসিআরএমএ) প্রজেক্টের প্রজেক্ট এর ক্লাইমেন্ট স্কুল মাঠ দিবস আলোচনা সভা ও উন্নত তথ্য প্রযুক্তির কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ ২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের কৃষি বান্ধব নীতির কারণে কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষনার ফলে আজ কৃষকদের ল্যাপটপসহ অন্যান্য উন্নত প্রযুক্তির উপকরণ দেওয়া হচ্ছে। তিনি গতকাল বুধবার বিকালে স্থানীয় ৯ নং পুকড়া ইউনিয়নের শ্যামপুর বালিখাল বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, জেলা কৃষি সম্প্রসারন উপ-পরিচালক শাহ আলম, ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. এএসএম মাসুদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ১০নং ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আইপিএম ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, বানিয়াচঙ্গ কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।

সভা শেষে শ্যামপুর কৃষি তথ্য অফিসের জন্য ল্যাপটপ প্রদান করেন প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান।

প্রথম পাতা
শেষ পাতা