উত্তর সাঙ্গরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধুসহ ৫ জন আহত
তারিখ: ৫-মার্চ-২০১৫
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তসত্ত্বা গৃহবধুসহ একই পরিবারের ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে। জানা যায়, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের পরেশ দাশের কন্যা বিউটি  দাশ প্রায় ৩/৪ মাস পূর্বে তার পিত্রালয়ে বেড়াতে আসেন। এসময় সে পিত্রালয়ে থাকাকালিন অবস্থায় তার একটি স্বর্নের চেইন চুরি হয়। এ অবস্থায় বিউটির আত্মীয়-স্বজন ওই এলাকার শহীদ ফকির নামে এক ভন্ড কবিরাজকে ভষিভুত করে একই গ্রামের পান্ডব দাশ নামে এক ব্যক্তিকে ফাসিয়ে দেয়া হয়। এ ব্যাপারে গ্রামের মাতব্বররা শালিস বৈঠকের বসিয়ে পান্ডব দাশকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পান্ডব দাশ টাকা দিতে অপারাগতা প্রকাশ করে। পরে গতকাল বুধবার সকালে বিউটির আত্মীয় সিন্দু দাশ, নিপেন্দ্র দাশ, পঙ্গজ দাশ, পরিমল দাশসহ ১০/১২ জন লোক পান্ডব দাশের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির লোকজন বাঁধা দিলে তারা অন্তঃসত্ত্বা গৃহবধু বিজয়া রানী দাশ (৩৫), অনাথ দাশ (৪৫) রনু দাশ (২০), কার্তিক দাশ (৪০), ও আরতী রানী দাশের উপর হামলা চালায় । এতে তারা গুরুতর আহত হয়।

প্রথম পাতা