বানিয়াচঙ্গে হত্যা মামলার সাক্ষীকে অপহরণ ॥ ১১ জনের বিরুদ্ধে মামলা
তারিখ: ৫-মার্চ-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গে আলোচিত সবুরা খাতুন হত্যা মামলার সাক্ষীকে অপহরন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১১জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের আলোচিত সবুরা খাতুন হত্যা মামলার সাক্ষী তাজুদ মিয়াকে গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুনই দক্ষিন বাজার থেকে বাড়িতে ফেরার পথে আসামীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তার কোন খোজ খবর পাওয়া যায়নি। ফলে নিরুপায় হয়ে তার স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে গত ২৫ জানুয়ারী হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো একই গ্রামের শামসু মিয়া, সবুজ মিয়া, আব্দুল গণি, কুতুব উদ্দিন, সানুর মিয়া, আব্দুল আউয়াল, আব্দুল হাই, আবুল কালাম, মৌলদ মিয়া, শরীফ উদ্দিন ও সাজন মিয়া।

এদিকে মামলা দায়েরের পর থেকেই আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীসহ তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাদী নিরাপত্তাহীনতায় ভূগছে।

প্রথম পাতা