মাধবপুরে চোরাই চা-পাতার রমরমা ব্যবসা
তারিখ: ১-অগাস্ট-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার ৫টি চা বাগান এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগীতায় চোরাই চা পাতার রমরমা ব্যবসা চলছে। এক শ্রেণীর অসাধু চা শ্রমিক ফ্যাক্টরী থেকে চা পাতা চুরি করে দালালদের কাছে নাম মাত্র মূল্যে বিক্রি করে। পরে দালালরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বাজার ধরের অর্ধেক মূল্যে বিক্রি করে দেয়। আর স্থনীয় ব্যবসায়ীরা চোরাই চা পাতা কিনে তাদের নিজেস্ব মিনি ফ্যাক্টরীতে ভেজাল মিশিয়ে বিভিন্ন গ্রেডে চা পাতা কোয়ালিটি করে বাজারজাত করছে। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব কোম্পানী উৎপাদনে ঘাটতি সাধারণ ভোক্তারা ভেজাল চা খেলে হচ্ছে অসুস্থ্য। যা স্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। একটি সূত্র জানায়, সুরমা চা বাগানে চোরাই চা পাতা বিক্রি হচ্ছে সব চেয়ে বেশী। এখানে দালালদের ধাপটে সাধারণ চা শ্রমিক জিম্মি।  সুরমা সদরের হরি কিষন কৈরীর ছেলে মানিক কৈরী (৪০), জব্বার মোল্লার ছেলে জসিম মোল্লা (৩৩) ও নিমাইটিলার টুয়ান মিয়া (৩৩),সমন গৌড় (৪০) সহ রয়েছে অনেক দালাল। তারা সারা দিন ঘুরে ঘুরে অসাধু শ্রমিকদের কাছ থেকে চা পাতা সংগ্রহ করে নিজ বাড়ীতে জমিয়ে বস্তা ভর্তি করে চুক্তি অনোযায়ী স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। স্থানীয়  ব্যবসায়ীরা এ ধরনের ভেজাল মিশ্রিত চা পাতা তাদের দোকানে না রেখে গুদামে রেখে দেয়। এবং সুযোগ মত বাজারজাত করে। যা খেয়ে সাধারণ ভোক্তারা বিভিন্ন পেটের রোগ সহ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে সরকারে প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগসহ কোম্পানীগুলো আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

প্রথম পাতা