সাতছড়িতে সিএমসির ফলের চারা বিতরণ
তারিখ: ১-অগাস্ট-২০১৫
মাধবপুর প্রতিনিধি ॥

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) এর উদ্যোগে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ১৮শ পরিবারের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ শুরু করেছে। গতকাল শুক্রবার সকালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ৪টি গ্রামের ৪শ পরিবারের মাঝে চারা বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী। এ সময় সাতছড়ি সিএমসির সাবেক সহ-সভাপতি শংকর পাল সুমন, পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল, ক্রেল প্রকল্পের সাইড ফ্যাসিলেটর অর্জুন চন্দ্র দাস, এনআরএম ফ্যাসিলেটর আবু হানিফা মেহেদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রেল প্রকল্পের অর্থায়নে প্রকল্প এলাকার অসচ্ছল প্রত্যেক পরিবারের মধ্যে আম্রপালি, লিচু চায়না-থ্রি, ডালিম, লেবু, নারিকেল, কাজী পেয়ারা ও জলপাইসহ ৭টি ফলের চারা বিতরণ করা হয়।

প্রথম পাতা