অসহনীয় যানজটে অতিষ্ঠ শায়েস্তাগঞ্জবাসী নির্দিষ্ট সময় পর্যন্ত ভারী যান চলাচলে পৌরসভার নিষেধাজ্ঞা প্রদান
তারিখ: ৬-মে-২০১৫
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

অবশেষে যানজট নিরসনে শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। নির্দিষ্ট সময় পর্যন্ত পৌরসভার প্রধান সড়কসহ আভ্যন্তরিণ সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার সন্ধায় পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে শহরে মাইকিং করে এ নিষেধাজ্ঞার কথা প্রচার করা হয়। উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ পৌর শহরের ব্যস্তময় এলাকা দাউদনগর বাজার পয়েন্ট, রেলগেইট, পুরানবাজার ও রেলওয়ে পার্কিং এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট বিরাজ করছিল। এতে শায়েস্তাগঞ্জবাসীসহ  প্রত্যন্ত এলাকা থেকে আগত লোকজন তীব্র যানজটে বিড়ম্বনায় পড়ছিলেন। কিন্তু এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন উদ্যোগ গ্রহন করেননি। সম্প্রতি যানজটের বিষয়টি নিয়ে পৌরবাসীর পক্ষ থেকে অবহিত হয়ে মেয়র মোঃ ছালেক মিয়া উদ্যোগী হন। এরই ধারাবাহিকতায় পৌরসভার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনের লক্ষে পৌর পরিষদের বিশেষ সভায় কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার ভিতর ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী, পাওয়ার ট্রলি, নসিমন, করিমনসহ ভারী যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়। পৌরসভার এ উদ্যোগ কার্যকর হলে শায়েস্তাগঞ্জ যানজট মুক্ত শহরে হবে বলে অনেকে মনে করছেন।

প্রথম পাতা
শেষ পাতা