নবীগঞ্জে এক মহিলার সম্পত্তি দখলের পায়তারা করছে প্রভাবশালীরা ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জে এক মহিলার সম্পত্তি প্রভাবশালীরা আত্মসাত করার পায়রা করছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল নবীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের গোলডুবা গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী রূপিয়া খাতুন জানান, তারা স্বপরিবারে লন্ডনে থাকেন। তার তৃতীয় পুত্র শাফিকুল হককে বিয়ে করান পার্শবর্তী কাদমা গ্রামের মোঃ চুনু মিয়ার কন্যাকে। তাদের বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন শফিকুলকে বিভিন্ন কু-পরামর্শ দিয়ে আসছিলেন। বৃদ্ধা মহিলা রুপিয়া খাতুনের নামে বেড়ি মৌজার রৌয়ার খাড়া নামক স্থানে খতিয়ান নং,৩৪৭,৩৬৭,৫১৬,দাগ নং ১৫১০,১৫২৯,১৫২৬, এতে ৪ একর ৮২ শতাংশ ভুমিতে তিনি জীবিকা নির্বাহের জন্য ভুমিতে মাছের খামার করেন মহিলা। তার দেখাশুনা করার জন্য তিনি দায়িত্ব দেন বেগম পুর গ্রামের  এক ব্যক্তির নিকট। সম্প্রতি তার সম্পত্তির উপর কুনজর পরে একটি প্রভাবশালী চক্রের উপর। তার পুকুরের খামার, মার্কেটসহ সম্পত্তিগুলো জবর দখল করার জন্য একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। গত ৬ সেপ্টেম্বর একটি চক্র তার ফিশারীর মাছ, গাছ কাটার চেষ্টা করলে তিনি অতিরিক্ত জেলা হাকিম আদালত হবিগঞ্জ এ ফৌজদারি কাঃ বিঃ ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা তার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরদিন ৭ সেপ্টেম্বর প্রভাবশালীরা রুপিয়া খাতুনের ফিশারী থেকে মাছ লুট ও জোর পূর্বক গাছ কেটে নিয়ে যায়। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে স্থানীয়দের অবগত করে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আমল আদালত একটি মামলা দায়ের করেন। মামলাটি অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানার উপর তদন্তাধীন রয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন তার যদি কোন ক্ষতি সাধন হয় তাহলে তার প্রতিপক্ষের লোকজনই দায়ি থাকবেন। তিনি বর্তমানে প্রতিপক্ষের লোকজন অত্যাচারে আত্মগোপনে রয়েছেন বলেও জানান। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা তিনি কামনা করেন।

প্রথম পাতা
শেষ পাতা