শহরের এ.কে হসপিটাল লিমিটেডে একদল সন্ত্রাসীর হামলা ॥ ভাংচুর
তারিখ: ২৪-মার্চ-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের এ.কে হসপিটালের একদল সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতাল স্টাফ ও ঔষধ কোম্পানীর প্রতিনিনিধিসহ ৫ জন আহত হয়। দুর্বৃত্তরা হাসপাতালের আসবাবপত্র ও গ¬াস ভাংচুর করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একে হসপিটালের অর্থেপেডিক ডাঃ কামরুল হাসানের সহকারি রিচি গ্রামের গোলাম মোহাম্মদের পুত্র বিলাল আহমেদ (৪০) ও এক্সটাবায়ো ফার্মা লিমিটেড ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি জুনেদ আহমেদ (২৭) গুরুতর আহত হন। আহত সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শহরের বাণিজ্যিক এলাকার বনফুল সুইট এন্ড কোং এর সামনের সড়কে মোটরসাইকেল রাখা নিয়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদের সাথে অশোভন আচরণ করেন বনফুলের কতৃপক্ষের। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা ঘটনা ঘটে। পরে তাৎক্ষনিক স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দেন। কিন্তু এরপর থেকেই বনফুলের মালিক জুনেদকে মারার জন্য তার সহযোগীদেরকে নিয়ে উঠে পরে লাগে। গতকাল উক্ত সময় ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদে ডাক্তারের ভিজিট করতে আসেন। এসময় আগে থেকে উৎপেতে থাকা দুবৃত্তরা এ.কে হসপিটাল এর সামনে একদল দুর্বত্তরা। তাকে তার সাথে থাকা লোকজন এ.কে হসপিটালের ভিতরে প্রবেশ করে  জুনেকে দেখতে পেয়ে তার উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে জুনেদ হাসপাতালে ঢুকে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন বেলাল আহমেদ। তখন দুর্র্বৃত্তরা এ সময় বেলাল ও জুনেদকে পিঠিয়ে আহত করে এবং হাসপাতালে ভাংচুর চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম পাতা