আজমিরীগঞ্জের ভূয়া আইনজীবি সহকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জের কার্ডবিহীন ভূয়া আইনজীবি সহকারী দাবীদার মোঃ শালিক মিয়ার দুর্নীতি টাউট বাটপারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা এডভোকেট সমিতি বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শরিফনগর গ্রামের মৃত ভূইয়া মিয়ার পুত্র মোঃ শালিক মিয়া দীর্ঘদিন ধরে নিজের আইনজীবি সহকারী পরিচয় দিয়ে উপজেলা বিভিন্ন গ্রাম অঞ্চল হইতে আজমিরীগঞ্জ আদালতে আগত লোকজনের সাথে প্রতারনা  করে আসছে। সে মামলা মোকদ্দমায় ভূক্তভোগী জনসাধারনকে মিথ্যা প্রলোভন দিয়ে তার কাছে ভাল উকিল আছে বলে এবং মামলার আদেশ রায় টাকার বিনিময়ে করিয়া দিবে বলিয়া হাজার হাজার টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী কয়েকবার শালিক মিয়াকে এসব অপকর্ম না করার জন্য চেষ্টা তদবীর করিয়াও ব্যার্থ হইয়াছেন। সে আইনের পরোয়া করে না, বিচার আচার মানেনা। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এছাড়াও শালিক মিয়ার নেতৃত্বে পাশ্ববর্তী মুুছি বাড়িতে  মদ তৈরী করা হচ্ছে। সে মদ তৈরী করে ক্রয়-বিক্রয় করে আসছে। এতে করে এলাকার উঠনি বয়সী যুবকরা মদপান করিয়া বিপদগামীসহ এলাকায় দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছে। মদপান করায় এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ সব কর্মকান্ড চালিয়ে যাওয়ায় এডভোকেট সমিতির সুনাম নষ্ট হচ্ছে। এমতাবস্থায় কার্ডবিহীন ভূয়া আইনজীবি সহকারী শালিক মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এডভোকেট সমিতির নেতৃবৃন্দের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

প্রথম পাতা