হবিগঞ্জে ৫ দিনব্যাপী বিউটি পার্লার এন্ড বিউটিফিকেশন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে ৫ দিনব্যাপী বিউটি পার্লার এন্ড বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) হবিগঞ্জ জেলা সহ-সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মনসুর রশিদ কাজল, বিটিভি হবিগঞ্জ প্রতিনিধি আলমগীর খান সাদেক, প্রবাসী কমিউনিটি লিডার প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, দৈনিক খোয়াইর বার্তা বিভাগ ইনচার্জ মঈন উদ্দিন আহমে, সাংবাদিক সালাম চৌধুরী। প্রেসক্লাব রোডস্থ রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর যৌথ আয়োজনে নাসিব হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ সফিকুল বারী আউয়ালের সভাপতিত্বে ও লায়ন লিটন মিয়ার পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন নাসিব কেন্দ্রীয় কমিটির মেম্বার রুখসানা মিনা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষন লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যোন্নয়ন করতে হবে। তবেই প্রশিক্ষন গ্রহণ সার্থক হবে।

প্রথম পাতা