নবীগঞ্জে শাখা অফিস উদ্বোধনকালে তথ্য প্রকাশ ॥ দেশের তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

আরডিআরএস বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ শাখা অফিস ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। পরে আরডিআরএস বাংলাদেশ কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মোঃ শাহাদুল হকের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতি’র সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ব্যবসায়ী আলহাজ্ব হেলাল আহমেদ। বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক রনবীর চন্দ্র রায়, হিসাব রক্ষক আজগর আলী, আরডিআরএস বাংলাদেশ নবীগঞ্জ শিখন কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রব, অর্গানাইজার মোঃ স্বপন খন্দকার, রুমী আক্তার, তাছলিমা খাতুন, আব্দুল লতিফ, হেলাল চৌধুরী প্রমুখ। এতে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ঠিকাদার, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ১৯৭২ সালের ৮ই ফেব্র“য়ারি লুথারেন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮১ সালে এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধনপ্রাপ্ত হয়। ১৯৯৭ সালের জুন মাসে আরডিআরএস বাংলাদেশ নামে জাতীয় এনজিও হিসেবে রূপান্তরিত হয়েছিল। প্রাথমিক পর্যায়ে আরডিআরএস বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধত্তোর বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে ভারত প্রত্যাগত শরণার্থীদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম শুরু করে। পরবর্তীতে উত্তরবঙ্গে নিয়ন্ত্রাতীত দারিদ্রতা ও পশ্চাতমুখী পরিস্থিতি মোকাবেলা করার জন্য আরডিআরএস বাংলাদেশ ব্যাপক উন্নয়নমুলক কর্মসূচি শুরু করে এবং লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর চাহিদার দিকটি বিবেচনা করে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিপূর্ণরুপে চালু করেছিল। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে ২০০৮ সালের ২৫ মার্চ ক্ষুদ্রঋণ পরিচালনার জন্য আরডিআরএস বাংলাদেশ সনদপ্রাপ্ত হয়। এছাড়া ২০১০ সালের ১ ফেব্র“য়ারিতে বাংলাদেশ ব্যাংক হতে বৈদেশিক রেমিট্যান্স প্রদানের অনুমতি লাভ করে। সভায় আরও জানানো হয়, চরজীবিকায়ন কর্মসূচি, আদিবাসী প্রকল্প, নারী অধিকার, জীবিকায়ন, খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র কৃষক, উদ্যোক্তা, সামাজিক স্বাস্থ্য কর্মসূচি, শিক্ষা কর্মসূচি পরিবেশ ও দূর্যোগপ্রস্তুতিসহ  নারী অধিকার জীবিকায়ন ক্ষুদ্র ঋণ, সামাজিক সংগঠন চালু রেখে দেশের তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ।

প্রথম পাতা