খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত ॥ দিনভর শহরবাসির আতঙ্ক উৎকন্ঠা নদীপড়ের দোকাপাটে ধ্বসের আশঙ্কা
তারিখ: ১৩-অগাস্ট-২০১৭
কাউছার আহেমদ টিপু ॥

টানা অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ফলে শহরের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে গতকাল শনিবার বিকাল থেকে কমতে শুরু করেছে পানি। এদিকে, গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অবিরাম বৃষ্টির ফলে পানি বাড়তে থাকে খোয়াই নদীতে। ফলে দিনভর আতংক ও উৎকন্ঠা বিরাজ করে শহরবাসির। অপরদিকে, খোয়াই নদীর পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট ও বাসা বাড়ি ধ্বসে পড়ার আতংকে রয়েছে। ইতিমধ্যে শহরের কিবরিয়াব্রীজ এলাকা, মাছুলিয়া ব্রীজ পয়েন্ট ও কামরাপুরব্রীজ পয়েন্টে বেশ কয়েকটি দোকানপাটে ধ্বসে পড়েছে। পানি উন্নয় বোর্ড জানায়, গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে বাংলাদেশসহ ভারতের অধিকাংশ এলাকায় অবিরাম বৃষ্টি শুরু হয়। ফলে খোয়াই নদীতে পানি বাড়তে শুরু করে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত খোয়াই নদীতে পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার অতিক্রম করে। পরে বিকেলের দিকে বৃষ্টি কমার সাথে সাথে খেয়াই নদীতে ধীরে ধীরে পানিও কমতে থাকে। এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের খোয়াই অংশে পানি কমছে। বৃষ্টি না হলে পানি কমবে। অপরদিকে, গতকাল শনিবার দুপুরে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরবাসিকে আতংকিত না হওয়ার জন্য মাইকিং করা হয়।

প্রথম পাতা