প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরী বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। পুটিজুরী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সুজন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা শ্যামল আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আলী মর্তুজা সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি মিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আহাদ মিয়া। উপস্থিত ছিলেন, মিরপুর কলেজ জাতীয় ছাত্র সমাজ নেতা সাইফুল ইসলাম, সোহাগ আহমেদ, জাহাঙ্গীর আলম, সুজন মিয়া, লিটন মিয়া, হাবিবুর রহমান, মোঃ শামীম মিয়া, মোঃ নূরে আলম, মোঃ মোজাম্মিল হক, জাকির মিয়া, সাদ্দাম হোসেন, দৌলত মিয়া, মোঃ রাহিম, মোঃ রবিন মিয়া, মোঃ মামুন মিয়া, রুমেল আহমেদ, বাদশা আহমেদ, রুবেল মিয়া, সুমন মিয়া, মোজাহিদ, রাসেল মিয়া, ফারুক মিয়া ও জুয়েল আহমেদ প্রমূখ। সভায় মোঃ রুবেল মিয়াকে সভাপতি, শ্যামল আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ হাবিব মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ নূর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুটিজুরী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠন করা হয়।