নবীগঞ্জে ইট-কাঠ ও ধানের গুড়া মিশ্রিত ১৫০ বস্তা ভেজাল মসলাসহ ট্রাক জব্দ
তারিখ: ১৪-নভেম্বর-২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ শহরে ইট-কাঠ ও ধানের গুড়া মিশ্রিত ১৫০ বস্তা ভেজাল মসলাসহ একটি ট্রাক জব্দ করেছেন পৌর ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর। গতকাল সোমবার সকালে তা জব্দ করা হয়। জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের তামাশপুর গ্রামের মৃত সুবল ঘোষের পুত্র বিপুল ঘোষ নবীগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে গুড়া মসলাসহ বিভিন্ন কোম্পানির পন্যের পাইকারী বিক্রেতা হিসেবে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন। উল্লেখিত সময়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকি ও পৌরসভার স্যানেটারী ইন্সেপেক্টর সুকেশ চক্রবর্তী গোপন সূত্রে খবর পান নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ হাফিজ মিয়ার দোকানের পিছনে একটি ট্রাক থেকে ব্যবসায়ী বিপুল ঘোষের ভেজাল মসলা গোদামজাত করা হচ্ছে। খবর পাবার পর তাৎক্ষণিক সেখানে ছুটে যান স্যানেটারী ইন্সপেক্টরদ্বয়। এ সময় ওই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১৬৭৪৬) জব্দ করেন তারা। পরে ট্রাক থেকে ইট-কাঠ ও ধানের গুড়া মিশ্রিত ১৫০ বস্তা ভেজাল মসলা জব্দ করা হয়। পরে ভেজাল মসলাসহ জব্দকৃত ট্রাকটি নবীগঞ্জ থানায় পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আমি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার স্যারের সাথে কথা বলেছি। তিনি ঢাকা থাকায় আমরা এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। মসলা পরীক্ষা-নিরীক্ষার পর আইনি ব্যবস্থা নেয়া হবে’।

প্রথম পাতা