মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হবিগঞ্জ ফারিয়ার কমিটি বিলুপ্ত ঘোষণা
তারিখ: ১৪-নভেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশন হবিগঞ্জের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। শহরের রয়েল ফুড চাইনিজ হোটেলে ওই সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন সভাপতি অনাথ বন্ধু তরফদার, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যথাক্রমে। ছুটি অবশ্যই ২দিন থাকবে, তবে কোম্পানির নির্দেশ অনুযায়ী। ইু জড়ঃধঃরড়হ অনুযায়ী সকল এমপিও সুবিধামত ঞড়ঁৎ/ডড়ৎশ ঢ়ষধহ এ ছুটি দেখাবে। কিন্তু ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া অনুমোদিত নির্দিষ্ট দিনে নয়। যেহেতু ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া হবিগঞ্জের নেতৃত্ব পর্যায়ে এমপিওরা ম্যানেজার রয়েছেন এবং হবিগঞ্জ ফারিয়ার মেয়াদ উত্তীর্ণ হওয়াতে ফারিয়ার কোন অস্তিস্থ নেই হবিগঞ্জে। যারা এমপিও থেকে ম্যানেজার হয়ে ফারিয়ার দায়িত্বে আছেন বলে দাবি করেন প্রকৃপক্ষে ফারিয়ার সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদের প্রমোশন হওয়ার সাথে সাথে তাদের পদবী বিলুপ্ত হয়ে যায়।

প্রথম পাতা