সার বীজ ও অর্থ বিতরণকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে
তারিখ: ১৪-নভেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকরা আর অবহেলিত না। প্রতিটি অঞ্চলের কৃষক এ সরকারের আমলে নিজের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কৃষক ও কৃষির উন্নয়নের কথা ভাবেনি। বর্তমান সরকার কৃষিবান্ধব। তাই আমরা কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সময়োপযোগী নানান পদক্ষেপের কারণে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। হাওর এলাকার বিশেষ কৃষি পুণর্বাসন কর্মসূচির আওতায় সোমবার সকাল ও বিকালে হবিগঞ্জ সদর এবং লাখাই উপজেলার ৫ হাজার ২শ’ কৃষকের মাঝে বোরো, সরিষা, ভুট্টা বীজ ও রাসায়নিক সার এবং নগদ অর্থ বিতরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক দু’টি সমাবেশে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, দেশের কৃষকরা আজ কৃষিতে বিপ্লব ঘটিয়ে গোটা দুনিয়ায় রেকর্ড সৃষ্টি করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে এমন রেকর্ড হয়নি। কারণ, তারা কৃষক ও কৃষির উন্নয়নের চিন্তা করেনি। কিন্তু বর্তমান সরকার দেশের কৃষকদের কথা ভাবে। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুণর্বাসনের কথা ভাবে। তাই এ সরকার নানান কর্মসূচিও গ্রহণ করেছে। বিএনপি-জামায়াতের আমলে চৈত্র মাস আসলেই কৃষকরা লগনীর জন্য মহাজনদের দ্বারে দ্বারে ঘুরতেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দরিদ্র জনসাধারণের মুখে খাবার না দিয়ে নিজে খাবার গ্রহণ করেন না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে এ সরকার। আর এ কারণেই মানুষ আওয়ামী লীগকে বিশ^াস করে। তিনি আরো বলেন, শুধু কৃষিতেই নয়। আমরা জনগণের শান্তির কথা চিন্তা করে সকল ক্ষেত্রে একসাথে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। হবিগঞ্জ-লাখাইয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এমপি আবু জাহির বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে দুইবার এমপি বানিয়েছেন। বিনিময়ে আমি প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে দেখেছি কোথায় উন্নয়নের দরকার। এ সরকারের আমলে হবিগঞ্জ-লাখাইয়ে যে উন্নয়ন করেছি এর স্বাক্ষী আপনারাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। সদর উপজেলায় বীজ ও সার বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ। লাখাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা ওবায়দুুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামূল হক মামুন ও ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন। উভয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা