পেনশনসহ বেতন ভাতাদি সরকারী কোষাগার হতে পাওয়ার দাবীতে পৌরসভায় পালিত হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি
তারিখ: ১৪-নভেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

পেনশনসহ বেতন ভাতাদি সরকারী কোষাগার হতে পাওয়ার দাবীতে সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও পালিত হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে একযোগে ৩২৬টি পৌরসভায় পালিত হয় এ পূর্নদিবস কর্মবিরতি কর্মসূচি। কর্মসূচি চলকালে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরভবন প্রাঙ্গনে অবস্থান নেয়। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছসহ পৌরপরিষদের সদস্যবৃন্দ পৌরকর্মকর্তা-কর্মচারীদের এ দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন। মেয়র আলহাজ্ জি কে গউছ বলেন সরকার যদি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার হতে বহন করে তবে পৌরসভার কর্মকান্ড গতিশীল হবে। কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করে বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায় ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম। আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন। দুপুরে হবিগঞ্জ পৌরসভার এ কর্মসূচীতে যোগ দেন সংগঠনের বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, অর্থসম্পাদক রণধীর রায় ও মৌলভীবাজার পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন। বিভাগীয় নেতৃবৃন্দ দাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আন্দোলন চলবে বলে জানান।

প্রথম পাতা