রোহিঙ্গা শিশুদের মধ্যে বস্ত্র বিরতণ করেছে তাসনুভা-শামীম ফাউন্ডেশন
তারিখ: ১৪-নভেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

মিয়ানমার সামরিক সরকারের নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিম শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘তাসনুভা-শামীম ফাউন্ডেশন’। গত ৬ নভেম্বর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার ‘বি-৭৮’ ক্যাম্পে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ ও সংগঠনের প্রতিনিধি শাহজাহান মাহমুদ। এ সময় ১৪৬ জন রোহিঙ্গা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে হিজাব, কম্বল, শার্ট, টুপি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়। এদিকে, সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে সাধ্যমত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সাদত ও সেক্রেটারী মহসিন চৌধুরী। তারা জানান, অসহায় রোহিঙ্গাদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে আগামীতে আরও প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হবে। উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প স্থাপিত হবার পর থেকেই সেখানে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে ‘তাসনুভা-শামীম ফাউন্ডেশন’। সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে শেট (তাবু), টিউবওয়েল ও টয়লেট স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, রোহিঙ্গা শিশু শিক্ষার্থীদের জন্য সংগঠনের পক্ষ থেকে একটি মক্তব পরিচালিত হয়ে আসছে।

প্রথম পাতা