তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত ॥ ২ বৃদ্ধের মৃত্যু ॥ জেলাজুড়ে আতংক
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৮
জাহেদ আলী মামুন ॥

হবিগঞ্জ সদর হাসপাতালে তীব্র শীতে অসুস্থ হয়ে ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছে শিশু বৃদ্ধসহ অন্তত ৪০ জন। এদের মধ্যে আরও কয়েকজনের অবস্তা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল শুক্রবার সকাল ও দুপুরে এ মৃত্যুর এঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহের ফলে কয়েক দিন যাবত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে যুবক, বৃদ্ধ, শিশু, কিশোরসহ সর্বশ্রেনীর মানুষ অর্তিষ্ট হয়ে পড়েছে। সরজমিনে দেখা যায় সদর হাসপাতালে নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর, শাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বোড়েই চলেছে। বয়স্কদের শাসকষ্ট রোগ দেখা দিয়েছে প্রচন্ডভাবে। গতকাল হাসপাতালে ভর্তি হয় শিশু বৃদ্ধ সহ অন্তত ৪০জন। এদের মধ্যে লাখাই উপজেলার সাতাউক গ্রামের মৃত ইউসুফ আলীর পুএ আব্দুল্লা মিয়া (৬৫) ও দৌলতপুর গ্রামের এংরাজ মিয়ার পুত্র জজ মিয়া (৬০) কে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ এব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ত্রিলোক চাকমা জানান, শীতে ওই ২ বৃদ্ধ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়।

প্রথম পাতা