প্রার্থীর তালিকায় রয়েছেন জাপা নেতা তৌহিদ-এর নামও ॥ হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক
তারিখ: ১৩-মার্চ-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাপার প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিক নিশ্চিত হয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য ও প্রেস উইং সূত্রে জানাগেছে হবিগঞ্জ-৩ আসনে ২০১৪ সালের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মোহাম্মদ আতিকুর রহমান আতিক মনোনয়ন দেন। জাপা নেতা আতিকুর রহমান আতিক এ নির্বাচনে বিপুল ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও হবিগঞ্জ-৩ আসনে আতিকুর রহমান আতিক দলীয় প্রার্থী হিসাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনীত করে নির্বাচনীয় কাজ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও  এ আসনে জাপা নেতা আতিকের পরে হবিগঞ্জ জেলা জাপা যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ এর নামও দলীয় প্রার্থীর তালিকায় রয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক জানান, জাতীয় পার্টি ৩শ আসনে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। এ হিসেবে আমরা একক নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছি। দলীয় চেয়ারম্যান আমাকে হবিগঞ্জ-৩ আসনে আমাকে সম্ভাব্য প্রার্থী মনোনীত করে কাজ নির্দেশ দিয়েছেন। চুড়ান্ত সিদ্ধান্ত কিছু দিনের মধ্যে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলীয় চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে প্রাথমিক ভাবে মনোনীত করেছেন আমরা জেনেছি। তার পরবর্তীতে দলীয় প্রার্থীর তালিকায় আমার নাম রয়েছে। কিন্তু ইদানিং দলীয় শৃংখলা ও পল্লীবন্ধু এরশাদের সিদ্ধান্ত অমান্য করে অনৈতিকভাবে বুলবুল চৌধুরী নামে একজন প্রবাসী তাহাকে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজের নাম প্রচার-প্রচারনা করে জনগণ ও দলীয় নেতা-কর্মীকে বিভ্রান্ত করছেন। যা দলীয় গঠনতন্ত্র ও পল্লীবন্ধু এরশাদ-এর সিদ্ধান্ত পরিপন্থি। আমরা হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নেতা-কর্মীদেরকে কোন প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

প্রথম পাতা