মাদক বিরোধী ৬ দিনের অভিযানে আটক ৮২ ॥ রুই-কাতলারা ধরা ছোঁয়ার বাইরে হদিস নেই কিং স্টার সৈয়দ-রাজু’র
তারিখ: ২৫-মে-২০১৮
দিদার এলাহী সাজু ॥

সারাদেশের ন্যায় হবিগঞ্জেও চলছে মাদক বিরোধী অভিযান। তবে টানা ৬ দিনের এ অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ী আটক হলেও, ধরা ছোঁয়ার বাইরে ‘রুই-কাতলারা’। বিশেষ করে মাদকের ‘কিং স্টার’ হিসেবে পরিচিত সৈয়দ আলী ও রাজু’র হদিস নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, গত শুক্রবার থেকে হবিগঞ্জ জেলায় শুরু হয়েছে মাদক বিরোধী বিশেষ চিরুনি অভিযান। বুধবার দিবাগত রাত পর্যন্ত টানা এ অভিযানে আটক ৮২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে ৫৬টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতদের তালিকায় নেই জেলার শীর্ষ মাদক সম্রাটদের নাম। রুই-কাত্লারা এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। গা-ঢাকা দিয়েছে শতাধিক মামলার আসামী, মাদকের আলোচিত ‘কিং স্টার’ হিসেবে পরিচিত হবিগঞ্জ শহরের সৈয়দ আলী ও রাজু মিয়া। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত  তাদের কোন হদিসই ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। যদিও সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক দাবী করছেন, এদের গ্রেফতার করতে পুলিশের নিরলস অভিযান অব্যাহত রয়েছে। অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সৈয়দ আলী ও রাজু’র নাম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে লিপিবদ্ধ। এদের আস্তানা থেকেই জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায় মাদকের বড়-বড় চালান। মাদক বাণিজ্যে তারা আজ জিরো থেকে হিরো; অল্প দিনেই বনে গেছে কোটিপতি। যে কারণে চারদিকে কপালে জুটেছে প্রভাবশালী শুভাকাঙ্খী। ইতিপূর্বে এরা বহুবার গ্রেফতার হলেও বেড়িয়ে গেছে আইনের ফাঁক-ফোঁকরে। অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্তা বাবুর সাথে তাদের রয়েছে গভীর সখ্যতা। যে কারণে প্রায়ই আইনের তৈলাক্ত হাত থেকে ফসকে যায় তারা। অনেকেই মনে করেন, চলমান অভিযানে দেশের বিভিন্ন স্থানের বহু মাদক সম্রাটদের মত এরাও নিঃশ্বেস হয়ে গেলে, এমনিতেই নিঃপ্রাণ হয়ে যেত সিকি-পাতি চুঁনোপুটির দল।

এদিকে, একাধিক সূত্র জানায়, হবিগঞ্জ শহরতলীর বহুলা, আনোয়ারপুর, আলমপুর, শহরের রাজনগর, মোহনপুর, কামড়াপুর, শায়েস্তানগর ও গোসাইপুর এলাকাসহ বিভিন্ন স্থানে রয়েছে মাদকের রমরমা বাণিজ্য। এসব স্থানে কৌশলী অভিযান পরিচালনার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

প্রথম পাতা