সুলতানসী হাবেলীতে দরিদ্রদের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করেছে হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট
তারিখ: ১৪-জুন-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করেছে হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট। হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামের সুলতানসী হাবেলীতে বুধবার দুপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের মানচেস্টার প্রবাসী সমাজসেবক সৈয়দ আশেকে এলাহী নূরুল হুদা পিএইচডি তার সহযোগীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন। ট্রাস্টের প্রধান উপদেষ্টা সৈয়দ ফজলে এলাহী সামছুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র উপদেষ্টা সৈদয় হামিদুল হুসেন একলাছ, লস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ ইমাম মাহদী হাসান ফাহিম। উপস্থিত ছিলেন ফিরোজ আলী, চান্দালি, রহমত আলী, ফজর আলী, আব্দুস ছালাম, আছই মিয়া, কাইয়ুম, রায়হান, দেওয়ান, আকবর আলী, সফর আলী, রমজান, সৈয়দ শাহরুক ও সৈয়দ জুমন প্রমুখ। প্রধান উপদেষ্টা সৈয়দ ফজলে এলাহী সামছুদ্দোহা তার বক্তব্যে বলেন প্রতি বছর দরিদ্রদের সহায়তায় বিভিন্ন কর্মসূচী পালন করবে হযরত সৈয়দ শাহ্ অছিউল্লাহ (রঃ) ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট। এ ট্রাস্টের উদ্যোগে সুলতানশী সাহেব বাড়ীতে কয়েক শতাধিক দরিদ্রদের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয় এবং জামে মসজিদে মাসব্যাপী কোরআন শিক্ষামূলক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রথম পাতা