শহরে লোটো ও রিচম্যানসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা
তারিখ: ১৪-জুন-২০১৮
জাকারিয়া চৌধুরী ॥

মেয়াদ উত্তীর্ণ মালামাল ও উৎপাদন তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ শহরে ৫টি প্রতিষ্ঠানের মালিকদেরকে ৬৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো ঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রি এবং কসমেটিকসের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ লেখা না থাকায় লোটো হবিগঞ্জ আউটলেটকে ৩০ হাজার টাকা, কসমেটিকসের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকায় একই এলাকার রিচম্যান হবিগঞ্জ আউটলেটকে ৩০ হাজার টাকা, কালীবাড়ি ক্রসরোডে মেয়াদউত্তীর্ণ মেহেদী বিক্রি করায় ড্রিম ফ্লাওয়ারকে ১ হাজার টাকা, সিনেমা হল রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরনের অপরাধে একটি রেস্টুরেন্টকে ১ হাজার ৫০০ টাকা, এবং একই এলাকার মুক্তিযোদ্ধা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

প্রথম পাতা