চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অজগর ও বানর অবমুক্ত
তারিখ: ২৪-জুন-২০১৮
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি অজগর ও একটি বানর অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই দুই প্রাণী অবমুক্ত করেন বন অধিধপ্তরের ক্রাইম কন্ট্রোল ইউনিট অফিসার অসীম কুমার। এর আগে রংপুর থেকে অজগর এবং ঢাকার একটি স্থান থেকে উদ্ধার হওয়া বানরটিকে নিয়ে আসা হয়। সাতছড়ি বন ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ জানান, রংপুর বন বিভাগ স্থানীয়দের হাত থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। যার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ১০ কেজি। ঢাকার তাতীবাজার এলাকা থেকে উদ্ধার হওয়া বানরটি একই সময়ে সাতছড়িতে অবমুক্ত করা হয়েছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, বিট অফিসার আনিসুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, বন কর্মকর্তা চিত্তর রঞ্জন ও পলাশ দেব বর্মা।

প্রথম পাতা