হাইকোর্টের রিট অমান্য করে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
তারিখ: ২৪-জুন-২০১৮
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥

হাই কোর্টের রিট অমান্য করে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, গত ৩১ মে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের চা শ্রমিক নেতা সভাপতি প্রার্থী কাঞ্চন পাত্র ও সহ-সভাপতি প্রার্থী স্বপন গোয়ালা মনোনয়ন পত্র দাখিল করতে রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় রিটার্নিং অফিসার সময় অতিবাহিত হওয়ার অভিযোগ এনে তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেননি। এ ব্যাপারে কাঞ্চন পাত্র সহ তার দল মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে তার প্রার্থীতা পাওয়ার জন্য আপীল আবেদন করেন। এতে সুবিচার না পেয়ে গত ২১ জুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। যার রিট পিটিশন নং- ৮১৮১ অফ ২০১৮। রিটের শুনানী শেষে বিচারক মোঃ শফিকুল ইসলাম স্বপন গোয়ালা ও কাঞ্চন পাত্রের প্রার্থীতা পুনঃবহালের জন্য রুল জারি করেন।

এ ছাড়াও শ্রম আদালতের অতিরিক্ত সচিব শিবনাথ রায় ওই প্রার্থীদের বিষয়ে হাইকোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু হাইকোর্টের রিটকে অমান্য করে আজ সারা দেশে চা শ্রমিকদের নির্বাচন চলায় শ্রমিকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রথম পাতা