শহরে খোয়াই নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে বাপা’র মানববন্ধন
তারিখ: ২৪-জুন-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

খোয়াই নদী খনন, নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদ এবং বাধ মেরমতের মাধ্যমে শহর রক্ষার দাবিতে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়। বাপা হবিগঞ্জ শাখার সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য আমিনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, রোটারিয়ান তবারক আলী লস্কর, কবি তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান ডাঃ আল আমিন সুমন, নায়েবের পুকুর রক্ষা কমিটির মুখ্যপাত্র আব্দুর রকিব রনি, ছাত্রনেতা শাহ জালাল উদ্দিন জুয়েল, তারুণ সোসাইটির সভাপতি আবিদুর রহমান রকিব প্রমুখ। বক্তারা বলেন, অবৈধ দখল এবং দীর্ঘদিন ধরে খোয়াই নদীর খনন না করায় মরতে বসেছে নদীটি। এছাড়াও বিগত দুই বছর ধরে পানি বৃদ্ধির ফলে আতংকের মাঝে দিন কাটাচ্ছেন শহরবাসী। শীঘ্রই খোয়াই নদী খনন, নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদ এবং বাধ মেরমতের মাধ্যমে শহর রক্ষার দাবি জানান তারা।

প্রথম পাতা