শহরতলীর মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা
তারিখ: ২৪-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

শহরতলীর মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানে নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাছুলিয়া ব্রীজের নিচ থেকে এবং ব্রীজের দক্ষিনাংশ থেকে একটি আসাধু বালু খেকো চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে। আর এতে করে ব্রীজটি হুমকির মুখে পড়ছে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় লোকজন অভিযোগ জানালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম জানান, ব্রীজের ১ কিলোমিটার এর ভেতরের অংশ থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে তারা যেন জন স্বার্থে ব্রীজের নিচ থেকে বালু উত্তোলন না করে। এছাড়াও ড্রেজার মেশিন ও যাবতীয় সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীমের জিম্মায় রাখা হয়েছে। অপরদিকে, বালু উত্তোলনকারীদের দাবি তারা লিজ নিয়ে বৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছেন এবং জেলা প্রশাসনের দেয়া যথাযথ নিয়ম অনুশরণ করছে।

প্রথম পাতা