হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন-এর উদ্যোগে পদক্ষেপ গণপাঠাগারে বই প্রদান
তারিখ: ২২-জুলাই-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

বই হোক মানব হৃদয়ের খোরাক এই স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন, ব্যক্তি ও সাংগঠনিক উদ্যােগে প্রতিষ্ঠিত পাঠাগারে বই প্রদান কার্যক্রম শুরু করেছে। গত ২০ জুলাই শুক্রবার বিকেল ৫ ঘটিকায় চুনারুঘাট পদক্ষেপ গণ পাঠাগারে কবিতা, গল্প, উপন্যাসের বই প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন শব্দতরঙ্গের সম্পাদক কবি এসএম তাহের খান, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটি'র সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট ধামালি'র সভাপতি এ্যাডভোকেট মোস্তাক বাহার, আমাদের গল্পকথা'র কেন্দ্রীয় সিনিয়র পরিচালক কবি কামাল আহমেদ ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক কবি ইউনুছ আকমাল, চুনারুঘাট উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ মুনিরুজ্জামান তাহের ও সম্পাদক মোঃ ফজলুল হল তরফদার আবিদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সম্পাদক খন্দকার আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক আজিজুল হক নাসির, আইন সহায়তা কেন্দ্রের হবিগঞ্জ ও মৌলভীবাজার জোনাল উপপরিচালক সাংবাদিক নুর উদ্দিন সুমন, পত্রকুড়ি ক্লাব নালুয়া চা বাগান, চুনারুঘাটের সভাপতি শিক্ষক হরেন্দ্র উড়াং ও সম্পাদক শিক্ষক রামেশ্বর ভৌমিক, শেকড় ফেইসবুক পেইজের সাংগঠনিক সম্পাদক ছামিউর রহমান সুমন, সৃজনশীল মেধা বিকাশের সভাপতি মোঃ সাইফুর রহমান রাব্বি, হিতৈষী ফাউন্ডেশনের সদস্য মোজাহিদ আলম।

পদক্ষেপ গণ পাঠাগারের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি সহাকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক এসএম মিজানুর রহমান, প্রচার সম্পাদক নুরুউদ্দিন। হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের পক্ষে বই প্রদান করেন সংগঠনের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তরপদার জামান, সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া খন্দকার মায়া, নির্বাহী সদস্য ফয়সল আহমেদ তুষার, নির্বাহী সদস্য কামরুজ্জামান রুবেল প্রমুখ।

প্রথম পাতা