খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্ব যাত্রী নিয়ে সৌদির উদ্দ্যেশ্য রওনা
তারিখ: ২২-জুলাই-২০১৮
চুনারুঘাট প্রতিনিধি ॥

হবিগেঞ্জর বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে ‘খোয়াই এয়ার ট্রাভেলসের’ মাধ্যমে ২০১৮ সালের প্রথম প্যাকেজে পবিত্র হজ্বযাত্রা শুরু হয়েছে। গতকাল রাত ১০টা ২৫মিনিটে সকল হজ্ব যাত্রীদের নিয়ে পবিত্র হজ্ব পালনের জন্য ২২২ জন হজ্ব যাত্রী ঢাকা টু মদিনা এয়ারপোটে সরাসরি বিমান এয়ার লাইন্সের ফ্লাইট নং (ইএ-১০৩১) রওনা হয়েছেন। পরবর্তী ২০১৮ সালের দুই ফ্লাইটে বাকি হজ্জযাত্রীদের ফ্লাইট সিডিউল নিশ্চত করা হবে। হজের সফর শুর শায়েস্থাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই এয়ার ট্রাভেলস অফিস হতে গত ২০ জুলাই বাদ জুম্মা পর  ঢাকা হজ্ব ক্যাম্পের উদ্দ্যেশ্য রওনা হন। যারা ২০১৮ সালের পবিত্র হজ্ব পালের জন্য সৌদি আরব গমন করবেন প্রত্যেককে যেন আল¬াহ মকবুল হজ্ব করার তৌফিক দান করেন। হাজীগণ এবং শুভাকাংখী ও সকলের নিকট সুষ্ঠ ও সুন্দরভাবে হজ সম্পন্ন করার জন্য দোয়া প্রার্থী। দোয়া কামনায় খোয়াই এয়ার ট্রাভেলস এর প্রোপ্রাইটর আলহাজ্ব মুফতি মোহাম্মদ আবুল হাসিম। উলে¬খ্য, দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে সততা ও সুনামের সাথে দেশ ব্যাপী খোয়াই এয়ার ট্রাভেলস এর মাধ্যমে ওমরা হজ্ব ও হজ্ব পালনের সেবা দিয়ে আসছে। দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে হজ্ব যাত্রীদের উত্তম সুযোগ সুবিধা প্রদান করা অঙ্গিকার নিয়ে এগিয়ে যাচ্ছে খোয়াই এয়ার ট্রাভেলস।

প্রথম পাতা