চুনারুঘাটে পাওনা টাকা আদায়ে গ্রাম আদালতে মামলা ॥ ব্যর্থ হয়ে বিবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল
তারিখ: ১১-অক্টোবর-২০১৮
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

চুনারুঘাটে গ্রাম আদালতে পাওনা টাকা আদায়ের মামলা করে কোন নিস্পত্তি না হওয়ায় ব্যর্থ হয়ে থানা প্রশাসনের কাছে ওই মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন গ্রাম আদালত। মামলার বিবরণে জানাযায়, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মর্তুজ আলীর পুত্র হেলাল উদ্দিন চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ মাহবুবুর রহমানকে পরিচয়ের সুবাদে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়ে ছিলেন। ওই পাওনা টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় তিনি চুনারুঘাট সদর ইউনিয়ন কার্যালয়ে একটি গ্রাম আদালতে মামলা নং (০৩/২০১৮) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই আদালতের প্রধান বিচারক আলহাজ সৈয়দ লিয়াকত হাসান গত ১২ ফেব্র“য়ারী মামলার বিবাদী মাহবুবুর রহমানকে গ্রাম আদালতে হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। ধার্যকৃত তারিখে বাদী উপস্থিত থাকিলেও বিবাদী অনুপস্থিত থাকেন। পরে গ্রাম আদালতের বিচার কার্যে উপস্থিত হওয়ার জন্য বিচারক বিধি অনুযায়ী ২য়, ৩য় এবং চুড়ান্ত নোটিশ প্রদান করলেও বিবাদী বার বার নোটিশ অগ্রাহ্য করে গ্রাম আদালতের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে আসছেন। যাহা সুষ্ঠু ও ন্যায় বিচারের পরিপন্থি এবং শাস্তি যোগ্য অপরাধের সামিল। পরে গ্রাম আদালত অভিযোগ নিস্পত্তিতে বিবাদীর লাগামহীন অসহযোগীতা ও আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের কারণে বাদীকর্তৃক আনিত অভিযোগের বিষয়টি সত্য বলে লিখিত প্রতিবেদন প্রদান করেন আদালত। ওই মামলার সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৩ সেপ্টেম্বর চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত প্রতিবেদন প্রদান করেন গ্রাম আদালত। ওই প্রতিবেদনের অনুলিপি গত ৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়। মামলার বাদী ভুক্তভোগী মোঃ হেলাল উদ্দিন জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত নিস্পত্তি কামনা করছেন।

প্রথম পাতা