নবীগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ
তারিখ: ১১-অক্টোবর-২০১৮
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের বিদ্যমান দু’গ্র“পের সংঘর্ষের প্রস্তুতিকালে নবীগঞ্জ থানা পুলিশের তাৎক্ষনিক সাড়াশি অভিযানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাজকাশারা গ্রামবাসী। এসময় দেশীয়-অস্ত্রসহ পিতাপুত্র ৩জনকে আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামে হাজী আব্দুস সাত্তারের বাড়িতে রবিবার রাতে গ্রাম্য পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। উক্ত পঞ্চায়েতে নেশাগ্রস্থ মর্তুজ আলী নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মুনুষ্টার হোটেলের মালিক বাজকাশারা গ্রামের বাসিন্দা আব্দুর রকিব ও তার মৃত পিতা আব্দুল মোছাব্বির’কে অকথ্য ভাষায় গালাগালি করেন। এসময় তার চাচাতো ভাই আব্দুল খালেক প্রতিবাদ করলে শালিস পঞ্চায়েতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গ্রাম্য মুরুব্বিগণ বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরদিন সোমবার আব্দুর রকিব মিয়া সকালে তাকে গালিগালাজের বিষয়টি গ্রাম্য মুরুব্বিদের কাছ থেকে জানার জন্য বাজকাশারা গ্রামে যাওয়ার পথে মর্তুজ মিয়ার বাড়ির রাস্তার সামনে আব্দুর রকিব মিয়া’কে দেখে মর্তুজ আলী তার চাচাতো ভাই মৌলদ মিয়াকে হুকুম দেয় রকিব মিয়া’কে ধরে মারধর করার জন্য। এসময় মৌলদ রকিব মিয়া’কে লক্ষ একটি ফিকল ছুড়ে মারলে রকিব মিয়ার উপরে না পড়ে গ্রামের নিজাম উদ্দিন এর পায়ের অংশে পড়ে আহত হন। এখবর রকিব মিয়ার আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষের জন্য প্রস্তুতি নেন। গ্রাম্য মাতব্বরদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা রয়ে যায়। মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই মফিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ বাজকাশারা গ্রামে অভিযান চালায়। এসময় রকিব মিয়ার পক্ষে তার চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য  আব্দুল খালেক (৪৮)কে তার বসত ঘর থেকে আটক করে নিয়ে আসেন এসময় তার পুত্র জাহাঙ্গীর হোসেন(২৪) ও আব্দুল ছালেক(২৬)কে আটক করে থানায় নিয়ে আসেন। এমসয় আটকৃতদের বাড়িতে তল্লাশী চালিয়ে সংঘর্ষের লিপ্ত হওয়ার জন্য তৈরী দেশীয় অস্ত্র উদ্ধার করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, বাজকাশারা গ্রামে বিদ্যমান দু’গ্র“পের সংঘর্ষের প্রন্তুতির খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে আটকৃতদের ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

প্রথম পাতা