জায়গা সংক্রান্ত বিরোধের জের ॥ শায়েস্তাগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রীসহ আহত ৫ ॥ মামলা
তারিখ: ৬-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরা গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত ২ ডিসেম্বর রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় ৪ ডিসেম্বর ওই গ্রামের জয় মোহাম্মদের পুত্র মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলায় একই গ্রামের নু-আলী, কলম চান, সেলিম মিয়া, নাছির মিয়া, জালাল উদ্দিন, জহুর উদ্দিন ও সাইফুদ্দিনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলা বিবরণে জানা যায়, বাদী শাহজাহান মিয়ার সাথে একই গ্রামের উল্লেখিত আসামীদের দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি কয়েকটি মামলায় শাহজাহানের পক্ষে রায় হয়। এ এতেই ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষরা। এরই জেরধরে উল্লেখিত সময়ে নু-আলীর নেতৃত্বে আসামীরা তার বাড়িতে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় শাহজাহান প্রতিবাদ করলে আসামীরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তাকে এলোপাতারি ভাবে পেঠানো শুরু করে। এসময় তার স্ত্রী রাফিয়া খাতুনসহ কয়েকজন স্বাক্ষী এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এছাড়াও তাদেরকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

প্রথম পাতা