সমাচার পত্রিকায় সংবাদ প্রকাশের জের ॥ বানিয়াচংয়ে ইউএনও’র নির্দেশে কালভার্টের ঝুঁকিপূর্ণ গোড়ায় মাটি ভরাট শুরু
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

সমাচার পত্রিকায় গত বুধবার “ঠিকাদারের উদাসীনতায় এলাকাবাসীর ক্ষোভ” “বানিয়াচংয়ে ব্যস্ততম সড়কের কালভার্টের গোড়ায় মৃত্যুপুরী” শিরোনামে সংবাদ প্রকাশের পর বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকারের নির্দেশে ঝুঁকিপুর্ণ স্থানে মাটি ভরাট শুরু করেছে ঠিকাদারের শ্রমিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং বড়বাজার থেকে পাঁচ ছয় নং বাজারগামী সড়কের মধ্যবর্তী স্থানে সরকারের বিনা অনুমতিতে ভেঙ্গে ফেলা ও একই স্থানে নবনির্মিত কালভার্টের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে যান ইউএনও মোঃ মামুন খন্দকার। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। এ সময় নিউজের পূর্ণ সত্যতা পান ইউএনও। কালভার্টের গোড়ায় মাটি ভরাট করে গাড়ি চলাচলের উপযোগী করে দিতে শ্রমিকদের নির্দেশ দিয়ে ইউএনও বলেন, নির্বাচনের সময় ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল জরুরী। গাড়ি চলাচলের উপযোগী করে মাটি ভরাট না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন ইউএনও। কিন্তুু দিন শেষে দেখা যায় কালভার্টের এক পাশে পায়ে হাটার উপযোগী করে মাটি ভরাট করা হয়েছে। আজ শুক্রবার অপর পাশে মাটি ভরাট করার কথা জানায় শ্রমিকরা। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের এক প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক জানান, পূর্বের ব্রীজটি ভাঙ্গার সময় তাঁর দপ্তরের অনুমতি নেয়া হয়নি।

প্রথম পাতা