বাহুবলে আগুণে পুড়ে সর্বশান্ত বৃদ্ধ রিক্সা চালক হাসন
তারিখ: ১৬-ডিসেম্বর-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলের পল্লীতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাড়িঘরসহ সবকিছু সর্বশান্ত হয়েছেন হাসান মিয়া নামের এক বৃদ্ধ রিক্সা চালক। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে উপজেলার কর্মাবাদ গ্রামে। জানা যায়, এক সময়ের ছোট বড় সবার কাছে হাসন ড্রাইভার (রিক্সা চালক) নামে পরিচিত উপজেলার কর্মাবাদ গ্রামের বাসিন্দা হত দরিদ্র মোঃ হাসন মিয়া জীবনের পড়ন্ত বেলায় এসে নদীর পাড়ে নিজের এক শতক জায়গার উপর ঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করে আসছিলেন। কিন্তু শনিবার বিকালে এক ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হতে হয় তাকে। তখন কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তার সারা ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়লে জীবনের শেষ সম্ভল ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ও স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুণের লেলিহান শিখা গ্রাস করে ঘরবাড়িসহ সবকিছু। এতে সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ রিক্সা চালক হাসান মিয়া।

শেষ পাতা