সম্পত্তি অর্জন নয় জনসেবার জন্য রাজনীতি করি-শংকর পাল
তারিখ: ১৬-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর পাল বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বানিয়াচং উপজেলার শাহপুর বাজার বাজারে গণসংযোগ করেন। পথে হিয়ালা উচ্চ বিদ্যালয় ও টুপিয়াজুড়ি গ্রামে পথসভা করেন। টুপিয়াজুড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বি হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তৃতা করেন জেলা জাতীয় যুবসংহতির প্রভাষক এসএম লুৎফুর রহমান, বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মকছুদুজ্জামান খান, জাপা নেতা এরশাদ মিয়া, যুবসংহতির নেতা মিসবাহ উদ্দিন, আলফু মিয়া, শাহজাহান মিয়া, আহাদ মিয়া, মীর কাশেম, শরীফ উল্লাহ, রহমত আলী প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তৃবে তিনি বলেন-বিগত নির্বাচনে নিশ্চিত বিজয় থাকার স্বর্থেও ভোট কারচুপি’র মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছিল। এবার প্রশাসন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করবে আমি আশাবাদী। আর সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এবার আমার বিজয় কেউ টেকাতে পারবে না। তিনি আরো বলেন-মহান সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। মূলত আমি রাজনীতি করি মানুষকে দেয়ার জন্য। সম্পত্তি অর্জনের উদ্দেশ্য নয়, জনসেবার উদ্দেশ্যে আমি রাজনীতি করি। আমার স্বপ্ন একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার। এ জন্য সকলের দোয়া, আশির্বাদ ও লাঙ্গল মার্কায় ভোট কামনা করছি। ভোটকেন্দ্রে যাতে কেউ কোন প্রকার কারচুপি করতে না পারে এজন্য ভোটারদেরকে ৩০ ডিসেম্বর যথাসময়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেরে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানসহ কেন্দ্র পাহারা দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বিভিন্ন স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবেই পোস্টার টানিয়ে অপ্রচার করছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান। এছাড়া গতকাল তিনি বিথঙ্গল, মুরাদপুর, পৈলারকান্দি, বিজয়পুর, আঙ্গুয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জেলা যুবসংহতির নেতা বিশ্বজিৎ চৌধুরী, জাপা নেতা শাহজাহান মিয়া, নুরুল আমিনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষ পাতা